Blogs

nid card download

NID card download

দেখুন কিভাবে Nid card online copy download করবেন আপনি কি নতুন ভোটার নিবন্ধন করেছেন? যদি নতুন ভোটার বা NID card এর জন্য আবেদন করে থাকেন তাহলে স্লিপ নম্বর বা NID নম্বর দিয়ে আপনার জাতীয় পরিচয় পত্র বা NID Card Download করতে পারবেন। এখানে দেখাবো, কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমেই আপনার NID কার্ড বা ভোটার আইডি কার্ড টি ডাউনলোড করবেন তার ধাপসমূহ। তাছাড়া আপনার হারিয়ে যাওয়া এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র একই প্রক্রিয়ায় অনলাইন থেকে Bangladesh NID Card Download সার্ভার থেকে ডাউনলোড করতে পারবেন।

NID card download

Nid card download

জাতীয় পরিচয় পত্র বা NID card হলো একজন বেক্তির দেশের নাগরিকতার প্রমান। এবং তার সাথে সাথে জাতীয় পরিচয় পত্র প্রত্যেকের দেশের বৈধ বাসিন্দার একটি প্রমান পত্র। এর জন্য প্রয়োজন জাতীয় পরিচয় পত্র যাচাই বর্তমান সময়ে যে কোন কাজের জন্য ব্যক্তির জাতীয় পরিচয় পত্র চেক করে থাকে। তাই একজন বাংলাদেশী নাগরিক হিসেবে প্রত্যেকের এই জাতীয় পরিচয়পত্র থাকা আবশ্যক

আপনি যদি সবচেয়ে কম টাকায় ইন্টারনেট বা মিনিট অফার নিতে চান তাহলে এখানে ভিজিট করুন shop In BD

Nid card download করার নিয়ম

আপনি যদি অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চান তাহলে এই লিংকে https://services.nidw.gov.bd/nid-pub/ এ প্রবেশ করেন তার পর জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ এবং সিকিউরিটি ক্যাপচা পুরন করে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করুন। একাউন্ট করার পর ড্যাশবোর্ড থেকে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। সম্পূর্ণ বিষয়টি কিভাবে করতে হবে তা ধাপে ধাপে দেখানো হয়েছে।

এন আইডি বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে যা যা প্রয়োজন হবে

নিবন্ধন ফরমের স্লিপ নম্বর অথবা NID নম্বর; জন্ম তারিখ; বর্তমান ও স্থায়ী ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা); ; এবং একটি সচল মোবাইল নম্বর (OTP ভেরিফিকেশনের জন্য); তার পর এখনে একে একে সবগুলো বসাব

NID card download

উপরের ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে প্রথমে NID card download এটা সার্চ করে এনআইডি কার্ড ডাউন করার ওয়েবসাইটে আসবেন তারপর আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর লিখুন। আপনার জন্ম তারিখ ও ছবিতে দেখানো ক্যাপচার Code Type করে সাবমিট বাটনে ক্লিক করুন।

আপনি নতুন ভোটার হয়ে থাকলে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর থাকবে না। সেক্ষেত্রে আপনি ভোটার নিবন্ধনের পর যে ফরম নম্বর বা টোকেন নম্বর পেয়েছেন তা ব্যবহার করে আইডি কার্ড ডাউনলোড করতে হবে। আর সেই ফরম নাম্বারের শুরুতে NIDFN123456789 এরকম ভাবে NIDFNএই লেখাটা বসাবেন

এখন আপনার ঠিকানা যাচাই করা লাগবে

আপনি আইডি কার্ড আবেদন করার সময় আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা যা যা দেয়া হয়েছে তা এখনে যথাযথ বাছাই সাবমিট করতে হবে। সাধারণত জন্ম নিবন্ধন সনদে যে ঠিকানা দেয়া থাকে সেটাই আইডি কার্ড থাকে।

ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য পরের ধাপ হলো মোবাইল নাম্বার যাচাই

আশা করছি আপনি উপরে বর্ণিত প্রতিটি ধাপ সঠিকভাবে পূরণ করতে পারছেন যদি সবকিছু সঠিক থাকে তাহলে এন আইডি কার্ড ডাউনলোড করার এই ধাপে আপনাকে মোবাইল নাম্বারটি ভেরিফাই করার জন্য বলা হবে। এখানে যে কোন একটি নাম্বার দিলেই হয়ে যাবে। এবং সেই নাম্বারটিতে একটি এসএমএস পাঠানো হবে, আর এসএমএসে একটি ছয় সংখ্যার otp কোড দেওয়া থাকবে, সেই কোডটি আপনাকে এখানে লিখে বহাল এ ক্লিক করতে হবে।

ফেস ভেরিফিকেশন করার জন্য NID Wallet অ্যাপস ডাউনলোড

Face verification করার জন্য আপনাকে প্লে-স্টোর থেকে NID Wallet অ্যাপ ডাউনলোড করতে হবে। ওয়েবসাইটে দেখানো QR code এনআইডি ওয়ালেট দিয়ে স্ক্যান করুন।QR code স্ক্যান করা হয়ে গেলে যে ব্যক্তির এন আইডি কার্ড সেই ব্যক্তির ফেস রিকগনাইজেশন করার জন্য ক্যামেরা চালু হবে। এবার আইডি কার্ডের ব্যক্তিকে ক্যামেরার সামনে রেখে ডানে-বামে ঘুড়লেই ফেস ভেরিফিকেশন হয়ে যাবে।

NID card download PDF

রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর আপনাকে আপনার এনআইডি একাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে যাবে।এই ড্যাশবোর্ডের নিচের দিকে ডাউনলোড লেখা বাটনে ক্লিক করলে আপনার NID card online copy download PDF ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে। এবং আপনি আপনার প্রোফাইল পেজে আইডি কার্ডের নাম্বার, আপনার নাম, ছবি এবং বাবা মায়ের নাম দেখতে পাবেন। আইডি কার্ডের অনলাইন কপিটি কম্পিউটারের বা প্রিন্টের দোকান থেকে প্রিন্ট করে নিলেই অরজিনাল NID Card এর মতো যেকোন সরকারি এবং বেসরকারি কাজে ব্যবহার করতে পারবেন।

সবচেয়ে কম টাকায় ইন্টারনেট বা মিনিট অফার নিতে চান তাহলে এখানে ভিজিট করুন shop In BD .Com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *